ব্লগার ইউআরএল থেকে m=1 রিমুভ করার নিয়ম ও কোড

Md Rakib
Md Rakib
May 01, 2024
0

আমাদের যাদের ব্লগারের ব্লগ আছে তাদের ব্লগে একটি সমস্যা হচ্ছে ওয়েবসাইট মোবাইল ডিভাইস থেকে ব্রাউজ করলে লিংক এর শেষে m=1 একটা প্যারামিটার যোগ হয়।

সেটা কোনো ভাবেই সরানো যায় না এটার ফলে ব্লগের লিংক দেখতে কিছুটা অন্যরকম দেখা যায়। তবে আপনারা চাইলেই খুব সহজেই ব্লগার ব্লগের থেকে m=1 সরাতে পারেন।



তবে এটা সরানোর জন্য আপনাদেরকে একটা ছোট্ট জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে। কোডটা খুবই ছোট তাই ব্লগের কোনো সমস্যা হবে না।

ব্লগার থেকে m=1 রিমুভ করার সুবিধাঃ

ব্লগার থেকে m=1 রিমুভ করার একটি বড় সুবিধা হচ্ছে যে কেউ ব্লগ দেখে সহজে চিনতে পারবে না যে এটা ব্লগার দিয়ে করা।

অনেক সময় ব্লগের লিংকে m=1 থাকার কারনে গুগল সার্চ কন্সোলে সমস্যা দেখায় কিন্তু যদি এটা সরিয়ে দেন তবে আর সমস্যা দেখাবে না।

আমি সার্চ কন্সোলে সমস্যা পেয়েছি তাই আপনাদেরকে বলছি, m=1 থাকার কারনে অনেক সময় দুইটা url গুগলে ইনডেক্স হয়। একটা m=1 যেটা মোবাইল ভার্সন লিংক অন্যটা সোজা লিংক ডেস্কটপ এর জন্য।

এই দুইটা লিংকের জন্য অনেক সময় 404 রিডাইরেক্ট দেখায় কিন্তু লিংকটা রিমুভ করা যায় তাহলে আর এমন সমস্যা দেখাবে না।

ব্লগার থেকে m=1 রিমুভ করার সহজ নিয়মঃ

আপনি যদি ব্লগার বা যেকোনো ওয়েবসাইট থেকে m=1 সরাতে চান তাহলে খুব সহজেই সরাতে পারবেন।

এটা সরানোর জন্য আপনাদেরকে ব্লগারে লগইন করতে হবে। লাগইন করার পর Theme থেকে Edit তে যাবে। থিম এডিট করে <head> ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডটা বসিয়ে দিবেন।

কোডটা হলোঃ
<script>
const mobileUrl = new URL(window.location.href);
mobileUrl.searchParams.delete("m");
window.history.replaceState({}, document.title, mobileUrl.href);
</script>
কোড বসানো হয়ে গেলে থীম সেভ করে দিন।

পরিশেষে বলতে চাইঃ

উপরের জাভাস্ক্রিপ্ট কোডটা ব্লগে বসানোর ফলে যদি Url এর শেষে ?m= কোনো প্যারামিটার থাকে তাহলে সেটাকে সরাসরি রিমুভ করে ফেলবে।

আপনি ইচ্ছে করলে m এর পরিবর্তে অন্য যেকোনো প্যারামিটার বসিয়ে সেটাকে সরাতে পারেন।

এটা আপনি আপনার যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আশা করি আজকের পোস্ট “ব্লগার ইউআরএল থেকে m=1 রিমুভ করার নিয়ম ও কোড ” আপনার উপকারে এসেছে।

যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি কোনো সমস্যা পান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সমাধান করার চেষ্টা করব।

You might like these

No Comment

Post a Comment